পার্টনার কর্মী বা পারসেন্টেজে কাজ করার কর্মী আবশ্যক। পার্টনার কর্মী বা পারসেন্টেজে কাজ করার কর্মী আবশ্যক। – Tarunya Computer

তারুণ্য কম্পিউটারে বর্তমানে ১জন পার্টনার কর্মী বা পারসেন্টেজে কাজ করার কর্মী নিয়োগ দিবে। Partner workers or percentage workers are required. আপনি আগ্রহী প্রার্থী হলে বিজ্ঞাপনটি সুন্দরভাবে পড়ুন। চুক্তি ভিত্তিক কর্মী বা পার্টনার কর্মী বা পারসেন্টেজে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন? শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
✅ আগ্রহী প্রার্থীরা আমাদের প্রতিষ্ঠানে এসে সরসরি আবেদন করার জন্য আহবান করা হচ্ছে।

ক) আবেদনকারীকে ধূমপান মুক্ত হতে হবে শতভাগ।
খ) এস.এস.সি ফেল/পাশ বা পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন
গ) পিতা-মাতা বা অভিভাবকের অনুমতি নিতে হবে।
ঘ) বাংলা-ইংরেজী টাইপ জানতে হবে। তবে বাংলা টাইপে ভালো হতে হবে। MS Word এর কাজ জানতে হবে।
ঙ) অনলাইনের কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
চ) সরকারী বেসরকারী চাকুরীর আবেদন করার জ্ঞান থাকা আবশ্যক।
ছ) টাইমিং জ্ঞান থাকতে হবে।
জ) নিয়মিত কর্মস্থলে সঠিক সময়ে উপস্থিত থাকতে হবে।
ঝ) দলীয় কোন রাজনীতিতে পদ বা পদবি থাকা যাবে না।
ঞ) অনলাইন গেম বা কোন ভার্চুয়াল জুয়ার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। তাছাড়া অনলাইনে অন্য কোন মাধ্যমেও আসক্ত থাকা যাবে না।
(চ) ১ বছর কাজ করার মানসিকতা থাকতে হবে।
(ছ) কাজ ভালো হলে এবং টার্গেট পুরণ করতে পারলেও রয়েছে মাসে অতিরিক্ত বোনাস।
(জ) প্রতি মাসের ১-৫ তারিখে হিসাব সম্মানি প্রদান করা হবে।

✅ অর্থাৎ সৎ, কর্মঠ এবং নিয়মিত একজন কর্মী আবশ্যক। বিস্তারিত আলোচনা সাপেক্ষে। কর্মীর বেতন পার্সেন্টিজ 50% হিসেবে(কাগজ ও কালি) কর্মঘন্টা সকাল ৯টা থেকে রাত ৮:৪৫টা পর্যন্ত।
✅ প্রতি শুক্রবার বন্ধ। মাস অতিরিক্ত ১দিন ছুটি অর্থাৎ বছরে ১২দিন। এছাড়াও চাইলে যে কোন দিন ছুটি নিতে পারবেন জরুরি দরকার হলে।

✅ অবশ্যই পরিবারে একজন সদস্য মা-বাবা, ভাই-বোন বা অন্য কেহ রেফারেন্সকারী হতে হবে। অর্থাৎ আপনার বিষয় যে কোন ভালো-মন্দ মন্তব্য করতে পারে এবং আপনার স্থানীয় অভিভাবক হিসেবে কাজ করবে।
✅ চুক্তি করার সময় তিনি উপস্থিত থাকবেন এবং চুক্তির বিষয় আলোচনা করবেন। কোন প্রকার অর্থ জামানত রাখার দরকার হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অধিক ব্যবহারকৃত লিংক
Age Calculator

Date

Month

Year

ফেসবুক পেইজ