সময়সীমাঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩, বেতন স্কেলঃ ৯,০০০/- হতে ২১,৮০০/- টাকা, শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান জিপিএ:৩এবং এইচএসসি/সমমান জিপিএ: ২.৫, বয়সসীমাঃ ৭ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী ১৮ – ২৩ বছর, বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত, জাতীয়তাঃ জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে। চাকরি নেওয়ার ক্ষেত্রে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন। কন প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হলে এর জন্য আমরা কোনভাবেই এর দায়ভার গ্রহণ করবো না। আমরা এই বিজ্ঞপ্তি প্রকাশ করি কিন্তু কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশের পর তথ্য হালনাগাদ করলে আমাদের কোন দায় নেই। তারুণ্য কম্পিউটার শুধুমাত্র তথ্য সংগ্রহ করে প্রকাশ ও প্রচার করে জনস্বার্থে।
অথবা

বিস্তারিত ওয়েবসাইট থেকে দেখুন। বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন।

আবেদন করার জন্য আপনার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে ও আবেদন করার পদ্ধতি এবং আবেদন করার শুরুর তারিখ ,
আবেদন করার শেষ তারিখসহ সকল তথ্যর জন্য Inbox করতে পারেন।
আমরা এই লেখাটিতে নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে, আবেদন ফরম ও পরীক্ষার সময়সূচি এবং
পরীক্ষার ফলাফল প্রকাশ করবে বাংলাদেশ সরকারের যথাযথ প্রতিষ্ঠান এজন্য Tarunya কোন সহায়তা প্রকাশ করবে না।
মুক্তিযোদ্ধাদের কোটা সম্পর্কে বা অন্যান্য কোটা সংক্রান্ত তথ্য বিজ্ঞপ্তিতে ভালো করে দেখুন।
অন্যন্য চাকুরীর তথ্যর জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তারুণ্য কম্পিউটার, ঝালকাঠি।

আমাদের এই ওয়েব সাইটে সরকারি চাকুরী, ব্যাংক, বীমা, এনজিও সহ পুলিশ, সেনা বাহিনী, আনসার, নৌ বাহিনী, বিজিবি, জেল পুলিশ, এনএসআই এর বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে পাবেন। সৈনিক পদে আবেদন শরু হলে আমাদের পেইজে পাবেন।

রেলওয়ে, এলজিইডি, পল্লীসঞ্চয়, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, হার্ডওয়ার টেকনিশিয়ান, হোস্টেল সুপার, উপসহকারী প্রকৌশলী, শ্রম পরিদর্শক, এ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক ইন্সপেক্টর, গ্রাফিক ডিজাইনার, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার, উপ-সহকারী প্রকৌশলী, জেলা ক্রীড়া অফিসার, মিডওয়াইফ, ব্যক্তিগত কর্মকর্তা, স্টেশন অফিসার, সহকারী প্রটোকল অফিসার, উপসহকারী প্রকৌশলী বা নকশাকার, ব্যক্তিগত সহকারী, কম্পিউটার অপারেটর, স্টোরকিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ড্রাফটসম্যান (অটোক্যাড অপারেটর) ইত্যাদি বিজ্ঞপ্তির তথ্যতো পাবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি, পাবলিক বিশ্ববিদ্যালয়ি ভর্তির তথ্য, এসএসসি/এইচ.এস.সি/জেএসসি/পিইসি র ফলাফল ও নতুন ভর্তির তথ্যও থাকবে। আমাদের এই সাইট থেকে দেশের যে কোন প্রান্ত থেকে আমাদের সেবা নিতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে ডিজিটাল সেবা সকলের সহজে পেতে আমরাও সহায়ক ভূমিকা পালন করছি।

চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে ৬টি ধাপে আপনার আবেদন জমা দেবার সময় শেষ হবার পূর্বে আবেদন করুন:

ধাপ – ১: যোগ্যতা পরীক্ষা
নিয়োগ বিজ্ঞপ্তি হতে “আবেদন করুন” বাটনে ক্লিক করুন।
আবেদনের পূর্বে আবেদন প্রণালীর ধাপ গুলো ভালোভাবে পড়ুন।
“এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন।
ধাপ – ২: রেজিস্ট্রেশন
আপনি যোগ্য হলে নিজের মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে তাহলে ইমেইল ঠিকানা দিন অতঃপর “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
আপনার মোবাইলে ৪ সংখ্যার একটি (ওটিপি) কোড যাবে, ইনপুট বক্সে (ওটিপি) কোডটি লিখুন অতঃপর “যাচাই করুন” বাটনে ক্লিক করুন।
আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে এবং এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে অতঃপর নিচে “লগইন পেইজে যান” বাটনে ক্লিক করুন।
ধাপ – ৩: আবেদন ফি জমা
আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে “লগইন করুন” বাটনে ক্লিক করুন।
“ফি প্রদান করুন” বাটনে ক্লিক করুন।
আপনার ব্যাংকিং কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন।
ধাপ – ৪: শিক্ষাগত যোগ্যতা যাচাই
আপনার এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার তথ্য (শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর) প্রদান করে যাচাই করুন।
আপনার দেয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন।
ধাপ – ৫: ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড
শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
ফরমে থাকা ইনপুট ফিল্ড গুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন।
সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন।
“আমার দেওয়া সমস্ত তথ্য গুলো সঠিক” চেক বক্সে ক্লিক করে “পরবর্তী ধাপে যান” বাটনে ক্লিক করুন।
তথ্যে কোন ভুল থাকলে “তথ্য পরিবর্তন করুন” বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন।
তথ্য যাচাই করুন, একবার তথ্য সাবমিট করার পরে পরিবর্তন করা যাবে না।
সমস্ত তথ্য সঠিক থাকলে “আপনি কি আপনার তথ্য জমা দিতে চান?” চেকবক্সে ক্লিক করে “সাবমিট করুন” বাটনে ক্লিক করুন।
ধাপ – ৬: এডমিট কার্ড ডাউনলোড
এডমিট কার্ড তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এডমিট কার্ড তৈরি হলে আপনার মোবাইল নাম্বারে এসএমএস প্রদান করা হবে। এডমিট কার্ড তৈরি হয়ে গেলে এই ওয়েবসাইটে আপনার প্রোফাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করুন। এডমিট কার্ডটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অধিক ব্যবহারকৃত লিংক
Age Calculator

Date

Month

Year

ফেসবুক পেইজ